স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৪৬ ও ৪৭ ধারার দ্বিতীয় তফসিল (সংক্ষিপ্তাকারে)-
১) দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
২) নোটিশ বোর্ডে সবসময় হালনাগাদ তথ্য রাখা।
৩) পরিষদের কর্মচারীদের কার্যক্রম তদারকি ও নিংন্ত্রন করা।
৪) ওয়ার্ড পর্যায়ে সভা করা।
৫) নিয়মিত মাসিক সভা করা।
৬) স্থায়ী কমিটিসমূহ গঠনও কার্যকর করা।
৭) কর নিরূপন, কর ধার্য ও নিয়মিত কর আদায় করা।
৮) বার্ষিক বাজেট তৈরী ও উম্মুক্ত বাজেট অনুষ্ঠান করা।
৯) ইউনিয়মের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন অংশগ্রহন এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
১০) ইউনিয়নের সকল কাজে নারীর অংশগ্রহন নিশ্চিত করা।
১১) ইউনিয়নের পরিষদের আয়-ব্যয় স্বচ্ছ রাখা।
১২) বিভিন্ন ধরনের সনদ প্রদান করা।
১৩) বিভিন্ন ভাতা ও ত্রান বিতরন করা।
১৪) জন্ম-মৃত্যু নিবন্ধন করা।
বিস্তারিত তথ্য অনুসন্ধান ও সেবার জন্য যোগাযোগ করুন : 14নং ভাটিখাইন ইউনিয়ন পরিষদ,
পটিয়া, চট্টগ্রাম।
মোবাইল নং:-
চেয়ারম্যান: 01819388064
সচিব: 01823732371
ইউডিসি উদ্যোক্তা: 01843148456
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS