১৪নং ভাটিখাইন ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৭/০২/২০২০ইং তারিখ বেলা ২.৩০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত ভাতা (বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা এবং প্রতিবন্ধী ভাতা) ভোগী যাচাই-বাছাই এর জন্য উন্মুক্ত ভাতাভোগী বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। উক্ত ভাতাভোগী যাচাই-বাছাই এ যারা ভাতাভোগী হিসেবে নাম অন্তর্ভূক্ত করতে আগ্রহী তাদেরকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সচল মোবাইল নম্বর ও ওয়ার্ড নম্বর লিখে পরিষদ প্রাঙ্গনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রচারে- মুহাম্মদ বখতিয়ার, চেয়ারম্যান- ১৪নং ভাটিখাইন ইউনিয়ন পরিষদ, পটিয়া, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস