কালের স্বাক্ষী বহনকারী প্রাচ্যের রানী খ্যাত চট্টগ্রাম জেলাধীন সাবেক মহকুমা পটিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ভাটিখাইন ইউনিয়ন।কালের পরিক্রমায় আজ ভাটিখাইন ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১) নাম – ১৪নং ভাটিখাইন ইউনিয়ন পরিষদ।
২) আয়তন – ৫.৭০ (বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যা – ১৮০০০ জন (প্রায়)
৪) গ্রামের সংখ্যা – ০৪ টি।
৫) মৌজার সংখ্যা – ০৪ টি।
৬) হাট/বাজার সংখ্যা - ০১ টি।
৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
৮) শিক্ষার হার – ৮০% (প্রায়)।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৩ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০২ টি,
দাখিল মাদ্রাসা- ০১টি।
৯) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ বখতিয়ার
১০) ঐতিহাসিক/পর্যটন স্থান – ০২ টি।
১১) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১০/০২/২০২৩ইং (চেয়ারম্যান)
২) শপথ গ্রহণের তারিখ - ২০/০২/২০২৩ইং (ইউপি সদস্যদের)
৩) প্রথম সভার তারিখ – ২১/০২/২০২৩ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
বাকখালী করল ভাটিখাইন বগাহরা
১২) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস